Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজিকে না করে রিয়ালে চুয়ামেনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ৯:৪৪ পিএম

 

তিন জায়ান্ট রিয়াল, পিএসজি এবং লিভারপুলের মাঝে অনেকদিন থেকেই লড়াই চলছিল ফরাসি মিডফিল্ডার অরেলিয়া চুয়ামেনিকে দলে ভিড়ানোর জন্য। তবে শেষ হাসিটা রেকর্ড ১৪টি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতা রিয়ালের। ৮০ মিলিয়ন ও শর্তসাপেক্ষ আরও ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব মোনাকো থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমাচ্ছেন ২২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার চুক্তি ২০২৮ সালের জুন পর্যন্ত।

২ মৌসুম আগে লিগ ওয়ান ক্লাব মোনাকোতে যোগ দেওয়ার পরেই বুঝিয়েছিলেন তিনি লম্বা রেসের জন্যই এসেছেন। ২০২১-২২ মৌসুমে ফরাসি ক্লাবটিকে লিগ দৌরে ৩য় করায় রেখেছেন অসামান্য অবদান। তা দেখেই রিয়াল সভাপতি ফিওরেন্তিনা পেরেজ  সিদ্ধান্ত নিয়েছিলেন মড্রিচ, ক্রুস, ক্যাসেমিরো, ভালভারদে ও কামাভিঙ্গাদের সাথে চুয়ামেনিকে নিয়ে ইউরোপের সেরা মিডফিল্ড গ্যালাকটিকো গড়ার। সেদিকে ভালোই এগিয়েছে স্প্য্যানিশ জায়ান্টরা। আসছে মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার পরে তাকে মিডিয়া ও বার্নাব্যুর দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।

এদিকে চুয়ামেনিকে দলে ভিড়াতে ব্যর্থ হলেও উরুগুয়ের সম্ভাবনাময় স্ট্রাইকার ডারোয়িন নুনেজকে সাইন করানোর জন্য বেনফিকার সাথে সকল সম্মতিতে পৌঁছেছে লিভারপুল, এখন পেপার্স ওয়ার্কটাই বাকি কেবল। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে নুনেজের এজেন্ট মেন্ডেসের সাথে ৫ বছরের চুক্তির জন্য সম্মতিতে এসেছে অলরেডরা। ধারনা করা হচ্ছে এই ডিলটার জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে ইয়ুর্গেন ক্লপকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ