Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ৬:২৪ পিএম | আপডেট : ৭:৩২ পিএম, ১১ জুন, ২০২২

চীন ‘একটি যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না’ এবং তাইওয়ানের স্বাধীনতার যেকোনো প্রচেষ্টাকে ‘চূর্ণ করে দেবে’, এর প্রতিরক্ষামন্ত্রী তার মার্কিন সমকক্ষকে দু’জনের প্রথম মুখোমুখি বৈঠকে সতর্ক করে দিয়েছেন।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে এক বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে বলেছেন, ‘যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস করে, তবে চীনা সেনাবাহিনী অবশ্যই যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না যে খরচই হোক না কেন।’ তিনি বলেন, ‘পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) এর জন্য যুদ্ধ করা ছাড়া আর কোন উপায় থাকবে না ... এবং তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করাই তাদের লক্ষ্য।’

বিরোধপূর্ণ শব্দ সত্ত্বেও, ওয়েই বলেছিলেন যে, অস্টিনের সাথে আলোচনা ‘মসৃণভাবে’ হয়েছিল। সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি প্রায় এক ঘণ্টা ধরে চলে, যা প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের দ্বিগুণ। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, চীনা মন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, বেইজিং ‘তাইওয়ানের স্বাধীনতার যে কোনো চক্রান্ত ভেঙ্গে ফেলবে এবং মাতৃভূমির একীকরণকে দৃঢ়ভাবে সমুন্নত রাখবে’।

পেন্টাগন বলেছে, অস্টিন ওয়েইকে বলেছেন যে, বেইজিংকে অবশ্যই ‘তাইওয়ানের প্রতি আরও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে’। নাম প্রকাশ না করার শর্তে একজন আমেরিকান কর্মকর্তা বলেছেন, বৈঠকের বেশিরভাগই তাইওয়ানকে কেন্দ্র করে এবং অস্টিন চীনের ‘সামরিক আগ্রাসনের’ সমালোচনা করার সময় তাইওয়ানের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান অপরিবর্তিত ছিল বলে পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ