Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বিভাগে আবারও শ্রেষ্ঠ শিক্ষক হলেন ড. আবদুল ওহাব মিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ৫:২৩ পিএম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ কলেজ পর্যায়ে আবারও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবদুল ওহাব মিয়া। শিক্ষা, গবেষণা, সহপাঠক্রমিক কার্যক্রমসহ শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি এ মর্যাদা লাভ করেন।

২০১৯ সালেও তিনি জেলা ও বিভাগে শিক্ষকতায় শ্রেষ্ঠত্বের এ স্বীকৃতি অর্জন করেছিলেন। মেধাবী ও চৌকস এই শিক্ষা ক্যাডার কর্মকর্তা কলেজে একজন শিক্ষার্থীবান্ধব, প্রাণবন্ত ও পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি স্টুডেন্ট কাউন্সিলিং, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের নীরব পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন। তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবেও পরিচিত। নৈতিকতাবোধসম্পন্ন যুগোপযোগী কর্মমুখী যুবপ্রজন্ম তৈরির প্রচেষ্টায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ড. ওহাব মিয়া ১ জুলাই ১৯৭৬ বরগুনা জেলার আমতলীর কালিবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এবিএম রফিকুল্লাহ শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন এবং নিজ গ্রামে একটি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মাতা জামিনা বেগম একজন গৃহিনী। উচ্চ শিক্ষায় আলোকিত পরিবারে ছয় ভাই বোনের মধ্যে ওহাব দ্বিতীয়। ড. ওহাব মিয়া ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন । তিনি ২৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস-এ পিএইচডি কোর্স সম্পন্ন করেন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবদুল ওহাব মিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ