Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তুর্কমেনিস্তানের বিপক্ষে জিততেই মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৮:২৫ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী তুর্কমেনিস্তানের বিপক্ষে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও এ ম্যাচে জিততেই মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অবশ্য এই স্প্যানিশের অধিনে চারটি ম্যাচ খেলে একটিতেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি জামাল ভূঁইয়ারা। উল্টো গোল হজম করেছেন তারা। সর্বশেষ এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে হারটি অনুমেয়ই ছিল।

ম্যাচে বাংলাদেশের (১৮৮) প্রতিপক্ষ তুর্কেমিস্তান (১৩৪) র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে। পাশাপাশি মধ্য এশিয়ার এই দেশটির সঙ্গে একবারের সাক্ষাতে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজদের। প্রায় বিশ বছর আগে তুর্কমেনিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০০২ সালের ৩ অক্টোবর বুসানে এশিয়ান গেমসে ৩-১ গোলে হারা ম্যাচে বাংলাদেশের হয়ে গোলটি করেছিলেন মোহাম্মদ সুজন। দুই দশক পর নতুন কিছুর সন্ধানে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বিশ^নাথ ঘোষ, টুটুল হোসেন বাদশারা। এই টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার মাঠে স্বাগতিকদের সঙ্গে ড্র করার পরই মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের কাছে দুই গোলের হার বাংলাদেশের। ম্যাচ হারলেও বাংলাদেশ গোলবারের নীচে আনিসুর রহমান জিকো দেখিয়েছেন দৃঢ়তা। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানেরও শুরুটা হয়েছে হার দিয়ে। মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরে এখন ব্যাকফুটে আছে দলটি। দ্বিতীয় ম্যাচে যে বাংলাদেশকে তারা ছেড়ে কথা বলবে না তা এক প্রকার নিশ্চিত। তুর্কমেনিস্তানের বিপক্ষে ভালো ফল পেতে হলে বাংলাদেশ ফরোয়ার্ডদের সেরাটা মাঠে ঢেলে দিতে হবে। কোন ভুল করা যাবে না। বরাবরই বাংলাদেশের জন্য ভয়ের কারণ সেট পিস। বাহরাইনের বিপক্ষে প্রথম গোলটি সেট পিস থেকে হজম করে কাবরেরার দল। তুর্কমেনিস্তানের খেলোয়াড়রা উচ্চতায় অনেক এগিয়ে। যে কারণে এই সেট পিস নিয়ে ভাবতে হচ্ছে ক্যাবরেরাকে। তবে বাহরাইনের মতো শনিবার রক্ষণাত্মক নয়, পাল্টা আক্রমণের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তাই তো সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরা বলেন,‘অবশ্যই আমরা জিততে চাই। সেটা অসম্ভব নয়। আমরা গত ম্যাচে বাহরাইনের সঙ্গে প্রতি™^›ি™^তাপূর্ন ম্যাচ খেলেছি। যে কারণে আমাদের আত্মবিশ^াসও অনেক বেড়ে গেছে। ফলে দলের সবাই আমরা জয়ের কথা ভাবছি।’ জিততে হলে যে গোল করতে হবে। কোচের পাশে বসা অধিনায়ক জামাল ভূঁইয়া সেটাই বলেন, ‘জিততে হলে আমাদের গোল করা ছাড়া বিকল্প নেই। আমি মনে করি এই জায়গাতে আমাদের উন্নতির বেশ সুযোগ রয়েছে।’ শারীরিক শক্তিতে এগিয়ে তুর্কমেনিস্তান। তবে ম্যাচ খেলার ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। গত এক বছরে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে মালয়েশিয়াতে গিয়েছে সাইদ সেইদোর দল। আর গত বছরের জুন থেকে বাংলাদেশ খেলেছে ১৭টি ম্যাচ। এই দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশ শনিবার আক্রমণাত্মক কৌশলেই খেলবে বলে ইঙ্গিত দিয়েছেন ক্যাবরেরা, ‘আমরা ইতিবাচক ফুটবল খেলতে চাই। বল পজিশনে নিজেদের দাপট দেখাতে চাই। আসলে আমাদের টার্গেটই হলো ম্যাচ থেকে ফল বের করে আনা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ