Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : গত ৪ নভেম্বর ঢাকার মিরপুরে যে ধুন্ধুমার ব্যাটে-বলের লড়াইয়ের প্রত্যয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০, দেখতে দেখতে আজ শেষ হচ্ছে এর দ্বিতীয় পর্বও। মিরপুর থেকে দর্শক আর রান খরা নিয়ে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিল এবারের বিপিএল। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুধু ঘরের দল চিটাগাং ভাইকিংসই নয়, ভাগ্য খুলেছে কুমিল্লা ভিক্টোরয়ান্সের, ভাগ্য খুলেছে বিপিএলেরও। মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম জয়, টানা দুই জয়ে চিটাগাংয়ের লড়াইয়ে ফেরা, বড় স্কোরের ম্যাচ, বড় রান চেজ করে জয়- এর সবকিছুরই সাক্ষি এই চট্টগ্রাম। আজ দুপুরে রংপুর রাউডার্স বনাম খুলনা টাইটান্স এবং সন্ধ্যায় বরিশাল চট্টগ্রামের লড়াইয়ের মধ্য দিয়ে পাট চুকছে আসরকে জমিয়ে তোলা বিপিএলের চট্টগ্রাম পর্বের। শেষ দিনেও নিশ্চয় ভালো কিছুই উপহার পাবে চট্টলার দর্শক!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ