গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপি-জামায়াতের পঁচাত্তরের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটানোর ঔদ্ধত্যপূর্ণ স্লোগান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বুধবার (৮ জুন) রাজধানীতে বিক্ষোভ করেছে। এতে রাজধানীতে অনাকাঙ্ক্ষিত যানজটের সৃষ্টি হয়।
ফলে বিক্ষোভ চলাকালে ঢাকাবাসীকে দুর্ভোগ পড়তে হয়েছে। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ঢাকাবাসীর কাছে এই দুর্ভোগের কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, বিক্ষোভের কারণে ঢাকা মহানগরে অনাকাঙ্ক্ষিত যানজটের সৃষ্টি হয়, যাতে ঢাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।