Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিজেকে পরিবর্তন করে অমানুষ হয়ে আসছেন নিরব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

অনন্য মামুন পরিচালিত ভিন্ন ধরনের সিনেমা ‘অমানুষ মুক্তি পাবে ১৭ জুন। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। পোস্টার, ট্রেইলর প্রকাশ করা হয়েছে। সিনেমাটি নিয়ে পরিচালক থেকে শুরু করে নায়ক-নায়িকারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে নিরব তার এক ফেসবুক স্ট্যাটসে লিখেছেন, মানুষের ভিড়ে মানুষের বেশে ঘাপটি মেরে বসে থাকে কিছু অমানুষ। মানুষের ভিড়ে লুকিয়ে থাকা অমানুষগুলোকে চিনতে হলে ১৭ জুন সিনেমা হলে আসুন। অমানুষ একটি ভিন্ন ধরনের উপভোগ্য সিনেমা হবে বলে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে এর নায়ক নিরবকে প্রথাগত চরিত্রে দেখা যাবে না। তার মেকআপ-গেটআপে বেশ বৈচিত্র রয়েছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, এ সিনেমার মাধ্যমে নিরবের ক্যারিয়ারে বেশ পরিবর্তন আসবে। সিনেমাটিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। এজন্য তার মাথার চুল ছাঁটতে হয়। নিরব বলেন, চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই নিরবকে দর্শক আগে কখনই দেখেনি। আশা করছি, দর্শক সিনেমাটি উপভোগ করবেন। পরিচালক অনন্য মামুন বলেন, অমানুষের মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে তার অবস্থান আজ অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে পরিবর্তন করেছেন। তাকে যেভাবে বলেছি, সেভাবেই কাজ করেছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ডন, মিথিলা, কাজী নওশাবা, মামুন অপু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অমানুষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ