রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের দরিদ্র দিনমজুর মো. সুন্দর মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৩৬) জটিল টিউমারে আক্রান্ত। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. নূরুর হুদা নাঈমের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, আছিয়ার শরীরে একাধিক জটিল টিউমার ও পিত্তথলীতে পাথর, যত তাড়াতাড়ি সম্ভব তা অপারেশন করতে হবে, অন্যথায় সাড়া শরীরে তা ছড়িয়ে পরতে পারে। এতে প্রায় ১ লাখ টাকার প্রয়োজন। অসহায় দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছিয়ার স্বামী মো. সুন্দর মিয়া, দিন আনেন দিন খান। তার পক্ষে ২ ছেলে ও ১ মেয়ের লেখাপড়ার খরচসহ পরিবারের ভরণ-পোষণ করতে নিয়মিত হিমশিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন স্ত্রী অসুস্থ। নিকটাত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার-দেনা করে এতদিন স্ত্রীর চিকিৎসা চালিয়েছেন। তিনি আর পারছেন না। তাই তার পরিবারের পক্ষ থেকে সাবিনা ইয়াসমিন দেশ-বিদেশে অবস্থানরত দানশীল হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিকিৎসার জন্য সাহায্য-সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
সাবিনা ইয়াসমিন
সঞ্চয়ী হিসাব নং-৯৯৩৫
অগ্রণী ব্যাংক, দিরাই শাখা, সুনামগঞ্জ।
মোবাইল ঃ ০১৭৫৬-৩৯৮৯১৭
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।