Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বোদায় আম ও লিচু বাগান পরিচর্চায় ব্যস্ত চাষিরা

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় আম ও লিচু বাগান মালিকরা তাদের আম ও লিচু বাগানগুলো আগেভাগে যতœ নিতে শুরু করেছেন। ফাল্গুন মাস আসার সাথে সাথে আম ও লিচু বাগানগুলো মুকুল আসতে শুরু করেছে। গাছের মুকুল যেন নষ্ট হয়ে না হয়ে যায় সে জন্য গাছ মালিকরা বাগানের জমিতে সেচ দিচ্ছেন আর পোকামাকড়ের হাত থেকে মুকুল রক্ষা জন্য কীটনাশক স্প্রে করছেন। কিছু কিছু বাগান মালিক জানান, মৌসুমী ব্যবসায়ীদের বাগান নজরে আনতে এবং গাছে অধিক ফলের আশায় তারা এই আগাম যতœ নিচ্ছেন। ইতোমধ্যে মৌসুমী আম ব্যবসায়ীরা এলাকার বিভিন্ন আম ও লিচু বাগান ঘুরে দেখা শুরু করেছেন। এ উপজেলায় নানান প্রজাতির আম ও লিচু বাগান রয়েছে, গত বছর যেসব আম ও লিচু গাছে মুকুল ও ফল আসেনি সেসব বাগানের বেশি চাহিদা থাকে আম ও লিচু ব্যবসায়ীদের নিকট। আর বাগান মালিকরাও জানে এবার তাদের বাগানে মুকুল ও ফল আসবেই। তাই বাগান মালিকরাও নিজেদের চাহিদা মেটাতে বাগানের ধরন বুঝে দাম হেঁকে থাকে। তবে অনেক আম ও লিচু ব্যবসায়ী গাছে মুকুল আসা পর্যন্ত অপেক্ষা করে না। গাছে মুকুল আসা পর্যন্ত অপেক্ষা করলে অন্য আম ও লিচু ব্যবসায়ীরা এলাকার বাগান কিনে ফেলবে। তাই লাভ-লোকসানের দিকে না তাকিয়ে বাগান মালিকের সঙ্গে দ্রুত চুক্তি করে ফেলে এসব ব্যবসায়ীরা। আম ও লিচু ব্যবসায়ীরা এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে আম ও লিচু গাছের পাতার উপর নির্ভর করে বাগান কিনে থাকে। আম ও লিচু ব্যবসায়ী ইয়াসিন, আশরাফুল, হোসেন আলী, রফিকুল বলেন, মাঘ মাস থেকে ফাল্গুন মাসের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মৌসুমী ব্যবসায়ীরা স্থানীয় আম ও লিচু ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বাগান কেনার জন্য তদবির শুরু করেছে। স্থানীয় আম ও লিচু ব্যবসায়ীদের সাথে নিয়ে ব্যবসায়ীরা আম ও লিচুর বাগান স্প্রে থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত সবধরনের কাজ করে থাকে। আবার অনেক সময় বাগান মালিকরা মুকুল আসার আগে নিজেরাই বাগানে বালাইনাশক স্প্রে করে যতœ নেয় বেশি দামের আশায়। আম ও লিচু বাগান মালিকরা বলেন, এ সময় বাগানে বালাইনাশক স্প্রে করে থাকি, এই বালাইনাশক স্প্রে করলে বাগানে বিভিন্ন ছত্রাক ও ক্ষতিকর পোকামাকড় মারা যায় ফলে আম ও লিচুর মুকুল ভালো হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন-অর-রশিদ জানান, আমরা কৃষি বিভাগ এ উপজেলার বাগান মালিকদের সঠিক পরিচর্যার নিময়-কানুন জানিয়ে দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে ও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলে চলতি মৌসুমে আম ও লিচুর বাম্পার ফলন হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোদায় আম ও লিচু বাগান পরিচর্চায় ব্যস্ত চাষিরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ