Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুশদীল ঝড়ে উইন্ডিজকে হারালো পাকিস্তান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৯:৫১ এএম

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। বুধবার দিবাগত রাতে তারা শেষ ওভারে ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের। আর সেটা সম্ভব হয়েছে খুশদীল শাহর ব্যাটিং ঝড়ে।

শেই হোপের অনবদ্য ১২৭ রানের ইনিংসে ভর করে উইন্ডিজ আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর ইমাম-উল-হক ও বাবর আজম ১০৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ১২৯ রানের মাথায় অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬৫ রানে আউট হন ইমাম।

এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে দলীয় সংগ্রহকে টেনে নেন ২৩৭ রান পর্যন্ত। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান অল্প সময়ের ব্যবধানে আউট হন। বাবর ২৩৭ রানে আউট হন ১০৭ বলে ১০৩ রান করে। আর রিজওয়ান ২৫৬ রানে আউট হন ৫৯ রান করে। তখন জেতার জন্য ৩২ বলে ৫০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের।

এরপর ঝড় তোলেন খুশদীল। ২৮৪ রানের মাথায় শাবাদ খান আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। খুশদীল ২৩ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। আর শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করা মোহাম্মদ নাওয়াজ অপরাজিত থাকেন ৮ রানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ