গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বুধবার (৮ জুন) দিবাগত রাত ১২ট ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা।
তিনি বলেন, পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় রাত ১১টা ২২ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২ট ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।