Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উয়েফা ন্যাশন্স লিগে ওয়েলসকে হারাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৭:৪৪ এএম

উয়েফা ন্যাশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে নেদারল্যান্ডস। বুধবার রাতে ৬৪ বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ওয়েলসকে ২-১ ব্যবধানে হারিয়েছে লুইস ভ্যান গালের শিষ্যরা।

নিজেদের মাঠে খেলার ১৩তম মিনিটে প্রথম সুযোগ পায় ওয়েলস। উইলসনের ক্রস থেকে হেডে গোলপোস্টের বাইরে মারেন রডন। ৪৪তম মিনিটে দারুণ এক সুযোগ পায় নেদারল্যান্ডস। ওয়েলস রক্ষণ ভেদ করে বক্সে গিয়ে শট নেন কডি গাকপো। কিন্তু মেফামের নৈপূণ্যে এবারের মতো বেঁচে যায় স্বাগতিকরা।

বিরতির পর চার মিনিটের মাথায় এগিয়ে যায় নেদারল্যান্ডস। দারুণ এক নিচু শটে জাল খুঁজে নেন টিউন কোপমেইনার্স। সমতায় ফিরতে মরিয়া ওয়েরস লড়াই চালিয়ে যেতে থাকে। এবং শেষে গিয়ে সফলও হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে রাইস নরিংটস ডেভিস ডাচ ডিফেন্ডারদের ওপর দিয়ে দারুন শটে লক্ষ্যভেদ করেন।

তবে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি নেদারল্যান্ডস। দুই মিনিটের মধ্যেই দারুণ এক হেডে ওয়েলসের জাল খুঁজে নেন বৌত ভেঘোর্স্ট। এই গোলেই ন্যাশন্স লিগে দ্বিতীয় জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করে ডাচরা। ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ