Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলির রেকর্ড গুড়িয়ে দিলেন বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৭:৩০ এএম

ভারতের বিরাট কোহলির রেকর্ড গুড়িয়ে দিয়ে নতুন এক রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন তার। পাকিস্তান অধিনায়ক ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড।

বাবরের সেঞ্চুরি ও খুশদিলের ঝড়ে পাকিস্তানের রেকর্ড গড়া জয়। টানা তিন সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন বাবর। মুলতানে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় ১০৭ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। অধিনায়ক হিসেবে হাজার রান পূর্ণ করতে এ দিন তার প্রয়োজন ছিল ৯৮ রান। ৯৬ থেকে চার মেরে সেঞ্চুরির পাশাপাশি হাজারের মাইলফলক স্পর্শ করেন তিনি।

হাজার ছুঁতে অধিনায়ক বাবরের লাগল স্রেফ ১৩ ইনিংস। সাবেক ভারত অধিনায়ক কোহলির লেগেছিল ১৭ ইনিংস। এবি ডি ভিলিয়ার্সের ১৮, কেন উইলিয়ামসনের ২০ ও অ্যালেস্টার কুকের ২১ ইনিংস লেগেছিল। অধিনায়ক হিসেবে ১৩ ম্যাচে বাবরের সেঞ্চুরিই ৬টি! তার ওয়ানডে ক্যারিয়ার সেঞ্চুরির সংখ্যা এখন ১৭টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ