Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনিংসে ৯ ফিফটি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০০ এএম

বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। এই যেমন, প্রথম শ্রেণির ক্রিকেটের ১২৯ বছরের পুরনো একটি রেকর্ড এবার নতুন করে গড়া হলো। ভারতের রঞ্জি ট্রফির ম্যাচে দেখা গেল এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের অর্ধশতক ছোঁয়ার কীর্তি। গত সোমবার শুরু হওয়া প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ব্যাটসম্যানের ফিফটি ছাড়ানো ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়ল বেঙ্গল। ঝাড়খান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে দলটির ৯ ব্যাটসম্যানই পান পঞ্চাশের স্বাদ!
এই সংস্করণে এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ রান করার আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ১৮৯৩ সালে ইংল্যান্ড সফরে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে তাদের ৮ ব্যাটসম্যান খেলেছিলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। তাদের ছাড়িয়ে এবার রেকর্ডটি নিজেদের করে নিল ভারতীয় দল বেঙ্গল। বেঙ্গলের কীর্তিটি আরেকটি দিক থেকেও বিশেষ। অস্ট্রেলিয়ার সেই ইনিংসে আট ফিফটি ছোঁয়া ইনিংস ব্যাটিং লাইনআপের প্রথম আট জনের ছিল না। তাই বেঙ্গলের আট নম্বর ব্যাটসম্যান শায়ান মন্ডল ফিফটি ছোঁয়া মাত্রই একটা রেকর্ড হয়ে যায়, দলটির প্রথম আট জনই যে অর্ধশতক স্পর্শ করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে যা দেখা যায়নি আগে কখনও। পরে নবম ব্যাটসম্যানও ফিফটিতে পা রাখায় গড়া হয়ে যায় নতুন বিশ্ব রেকর্ড।
ইনিংসে বেঙ্গলের হয়ে সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলেন সুদিপ কুমার। অনুস্তুপ মজুমদার করেন ১১৭। ভারতের জাতীয় দলে খেলা মনোজ তিওয়ারি করেন ৭৩। নবম ব্যাটসম্যান হিসেবে নামা আকাশ দিপ তোলেন ঝড়। ৮ ছক্কায় তিনি ১৮ বলে ৫৩ রান করে থাকেন অপরাজিত। ৭ উইকেটে ৭৭৩ রান করে ইনিংস ঘোষণা করে বেঙ্গল।
অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান অ্যান্ড হিস্টোরিয়ান্সের রেকর্ড অনুযায়ী, বেঙ্গল-ঝাড়খান্ড ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটের এক ইনিংসে ৭ ব্যাটসম্যানের পঞ্চাশ ছাড়ানো ইনিংসের ঘটনা ছিল ২৭টি। ভারতের রঞ্জি ট্রফিতেই দেখা গিয়েছিল তিনবার। ১৯৪০-৪১ মৌসুমে নর্দার্ন ইন্ডিয়ার বিপক্ষে মহারাষ্ট্র, ১৯৪৫-৪৬ মৌসুমে মাইসোরের বিপক্ষে হলকার এবং ১৯৯৬-৯৭ মৌসুমে বিহারের বিপক্ষে বেঙ্গলের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ