Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংলিশ ফিজিও পেলো মাশরাফি মুশফিকরা

অনূর্ধ্ব-১৯ দলের জন্য বিদেশী কোচ খুঁজছে বিসিবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : টানা ৪ বছর ফিজিও হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকান ভিভব সিং। ২০১৪ সালে বিসিবি’র ফিজিও’র চাকরি ভিভব সিং ছেড়ে দেয়ার পর গত ২ বছর স্থানীয় ফিজিও বায়েজিদুল ইসলামকে দিয়েই জাতীয় দলের গুরু দায়িত্ব চালিয়ে নিয়েছে বিসিবি। তবে বাংলাদেশ দলের সামনে আইসিসি’র ২টি মেগা ইভেন্ট অপেক্ষা করায় বিদেশী ফিজিও’র সন্ধানে ছিল বিসিবি। আগ্রহীদের তালিকা থেকে পছন্দের ফিজিও বেছে নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিতে ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক ফিজিও ডিন কনওয়ের আজ ঢাকায় পা রাখার কথা। অস্ট্রেলিয়া সফরে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প এবং নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে থাকবেন এই ইংলিশ ফিজিও। বর্তমানে গøামারগণের এই ফিজিও’র সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বিসিবি, এ তথ্যই দিয়েছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘নুতন ফিজিও নেয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একজন ব্রিটিশ ফিজিও নিয়োগ দেয়া হবে। তিনি এসেই নিউজিল্যান্ড সফরের কার্যক্রম শুরু করবেন। কোচিং স্টাফের অন্য সদস্যদের মতো তার মেয়াদও হবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।’
বাংলাদেশ ক্রিকেট দলে গত ২ বছর ফিজিও’র দায়িত্ব সফলভাবে পালন করা বায়েজিদুল ইসলামকে ক্রিকেট একাডেমি এবং হাই পারফরমেন্স স্কোয়াডের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সিইও।
এদিকে বাংলাদেশ দলের সাবেক হেড কোচ স্টুয়ার্ট ল’কে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উপদেষ্টা কোচের দায়িত্ব দেয়ায় তার সুফল পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এ বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে ওঠা এবং মিরাজকে ভবিষ্যতের জন্য তৈরি করার এই কারিগর এই অস্ট্রেলিয়ান ক্রিকেট কোচ আছেন বিসিবি’র ভবিষ্যত পরিকল্পনায়। বিপিএলে খুলনা টাইটান্সের কোচকে নিয়ে সে পরিকল্পনার কথাই জানিয়েছেন বিসিবি সিইওÑ ‘বিভিন্ন সময়ে বিসিবি’র কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাই আমাদের। ভবিষ্যত পরিকল্পনায় আছেন তিনি।’ তবে ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি যে বিদেশি কোচ খুঁজছে, তা জানিয়েছেন বিসিবি সিইও।
এদিকে গত আগস্টে লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজুরের কাধেঁ টেলিস্কোপ সার্জারি করেছেন যে বিশেষজ্ঞ সার্জন, সেই অ্যান্ড্রু ওয়ালেশের কাছে মুস্তাফিজুরকে আপাততঃ পাঠানোর প্রয়োজন অনুভব করছে না বিসিবি। অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের জন্য নিজেকে তৈরি করছেন। অ্যান্ড্রু ওয়ালেশের ব্যবস্থাপত্র অনুযায়ী তার পূর্নবাসন প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিসিবি সিইও। এম আর আই রিপোর্টে দুশ্চিন্তার কিছু দেখছে না বিসিবি’র মেডিকেল টিম। প্রয়োজনে অস্ট্রেলিয়া সফরে মুস্তাফিজুরকে চেকআপ করানোর ভাবনাও মাথায় আছে বিসিবি’র। এমনটাই জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘সার্জারির পর রিহ্যাব প্রোগ্রাম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হচ্ছে। আমাদের মেডিকেল টিম ওই চিকিৎসকের সঙ্গে এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নুতন ফিজিও দলের সঙ্গে যোগ দিয়ে বিষয়টি দেখবেন। মুস্তাফিজুর দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন। যেহেতু অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসার সুযোগ আছে, প্রয়োজনে সেখানে মুস্তাফিজুরের চিকিৎসা পরামর্শ নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ