মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্ক সফরে গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আঙ্কারা সফরের মধ্যেই দেশটিতে পৌঁছান মাদুরো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, মূলত ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য তুরস্ক সফরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সাথে তার বৈঠকের কোনও কর্মসূচি রয়েছে কিনা সেটি জানা যায়নি। এমন সময়ে মাদুরো এই সফরে গেলেন যখন লাতিন আমেরিকা অঞ্চলের অন্য দেশগুলোর নেতারা লস এঞ্জেলেসে একটি শীর্ষ সম্মেলনের জন্য জড়ো হয়েছেন। তবে ওই সম্মেলনে তাকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আঙ্কারার বিমানবন্দরে মাদুরোকে স্বাগত জানাচ্ছেন তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তুরস্ককে নিকোলাস মাদুরো সরকারের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। টুইটারে দেওয়া পোস্টে মাদুরো লিখেছেন, তুরস্কের মাটিতে এই আন্তর্জাতিক সফর শুরু করতে পেরে তিনি আনন্দিত। মাদুরো বলেন, ‘তারা আমাদের যে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিকতা দেখিয়েছে সেটিকে আমি স্বাগত জানাই। আমি নিশ্চিত যে, আমরা আমাদের জনগণের মধ্যে সহযোগিতার বন্ধন জোরদার করবো।’ ফ্রান্স ২৪-এর খবরে বলা হয়েছে, লস এঞ্জেলেসে লাতিন আমেরিকা অঞ্চলের দেশগুলোর সফতাহব্যাপী সম্মেলনে ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও কিউবাকে আমন্ত্রণ জানায়নি ওয়াশিংটন। তিন দেশের নেতাদের বাদ দেওয়ার প্রতিবাদে মেক্সিকোর প্রেসিডেন্টও এতে অংশ নেননি। ফ্রান্স২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।