Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পোলিও পরিস্থিতিতে উদ্বিগ্ন পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০১ এএম

পাকিস্তানের পোলিও পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিচ্ছে। গত মাসে আট শিশু পোলিওতে আক্রান্ত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস অভিভাবকরা মিথ্যাভাবে নিজেদের এবং তাদের সন্তানদের টিকা দেওয়ার কথা জানিয়েছিল এবং এ কারণেই আক্রান্তের ঘটনা ঘটেছে। সরকার এই প্রাদুর্ভাবের বিষয়ে তদন্ত শুরু করেছে। উত্তর ওয়াজিরিস্তান হল উত্তর-পশ্চিম পাকিস্তানে তালেবানের সাবেক ঘাঁটি। এই এলাকাটিতে টিকা নিতে অনিচ্ছুক মানুষের সংখ্যা অনেক বেশি। পাকিস্তানের পোলিও নির্মূল কর্মসূচির একজন কর্মকর্তা বলেছেন, ‘জাল চিহ্ন ও প্রত্যাখ্যান সাম্প্রতিক প্রাদুর্ভাবের দুটি মূল কারণ, পোলিও কর্মীরা টিকানা দেওয়ার জন্য অভিভাবকদের সাথে ষড়যন্ত্র করে।’ শিশুদের টিকা দেওয়ার পর তাদের আঙ্গুলে যে বিশেষ কলম দিয়ে চিহ্ন দেওয়া হয় সন্দেহভাজন অভিভাবকরা সেসব কলম কীভাবে জোগাড় করেছে তা জানার চেষ্টা চলছে। পোলিওর জাতীয় প্রকল্প সমন্বয়কারী ডা. শাহজাদ বেগ বলেছেন, ‘ঠিক কোথায় চ্যালেঞ্জগুলো রয়েছে এসব ঘটনা তা তুলে ধরছে এবং আমরা ভাইরাসটি যাতে নির্মূল হয় তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা শেষ পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই করব।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ