Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ায় ধর্ষিত ব্রিটিশ নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০১ এএম

সঙ্গীসহ ভারতের গোয়া সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন এক ব্রিটিশ নারী। ওই নারীকে ম্যাসাজ দেয়ার অজুহাতে স্থানীয় এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, অভিযুক্ত স্থানীয় বাসিন্দা ভিনসেন্ট ডি’সুজা (৩২) উত্তর গোয়া জেলার আরম্বোল সমুদ্র সৈকতের কাছে অবৈধভাবে ম্যাসাজ পরিষেবা দেয়া একটি দলের সদস্য ছিলেন যেটা আন্তর্জাতিক পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ডি’সুজা অতীতে একটি স্কুল গ্রন্থাগারিক হিসাবেও কাজ করেছিলেন। সোমবার তাকে গ্রেফতার করেছে পেরনেম থানা পুলিশ। পুলিশের কাছে দায়ের করা ব্রিটিশ ওই নারীর অভিযোগ অনুযায়ী, সৈকতের কাছাকাছি অবস্থিত সুইট ওয়াটার লেকের কাছে শুয়ে থাকার সময় অভিযুক্তরা তাকে ম্যাসাজ দেওয়ার অজুহাতে ধর্ষণ করে। পুলিশ আরও জানায়, উল্লেখিত এই ঘটনাটি ঘটেছিল গত ২ জুন। তবে ওই নারী যুক্তরাজ্যে তার পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করার পরে এবং ভারতে ব্রিটিশ দূতাবাসের সহায়তা নিয়ে সোমবার পেরনেম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই পরিদর্শক বিক্রম নায়েকের নেতৃত্বে পেরনেম পুলিশ অ্যাকশনে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ