Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের নারী স্কোয়াড্রনকে প্রশিক্ষণ দেন মার্কিন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০১ এএম

সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর এক নারী স্কোয়াডনকে নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক। তারা যুক্তরাষ্ট্রে হামলা চালানোর চক্রান্ত করছিলেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে আইএসকে সমর্থন দেওয়ার একটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন অ্যালিসন ফ্লুক অ্যাক্রেন। তিনি শতাধিক নারী ও বালিকাকে সহিংসতার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথাও স্বীকার করেছেন, জানিয়েছে বিবিসি। একজন মা ও শিক্ষক থেকে আইএস নেত্রীতে পরিণত হওয়া অ্যাক্রেন ২০১১ সাল যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন। ওই সময় লিবিয়ার একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে কাজ করেন তিনি। তারপর মিশর ও তুরস্কে বসবাস করার পর সিরিয়ায় যান। সিরিয়ায় আইএসের রাজধানী হিসেবে পরিচিত হয়ে ওঠা রাক্কায় সম্পূর্ণ নারীদের নিয়ে গঠিত ব্যাটেলিয়ন খাতিবা নুসায়বাহর নেতৃত্ব দেন তিনি। এখানে তার প্রাথমিক দায়িত্ব ছিল নারী ও শিশুদের অস্ত্র চালনা প্রশিক্ষণ দেওয়া। এসব অস্ত্রের মধ্যে একে-৪৭ থেকে শুরু করে গ্রেনেড ও আত্মঘাতী ভেস্টও ছিল বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তবে তিনি কখনো শিশুদের দলে ভেড়ানোর চেষ্টা করেননি বলে দাবি করেছেন এ মার্কিন নারী। সিএনএনের ভাষ্য অনুযায়ী তিনি বলেছেন, “আমরা সচেতনভাবে কোনো অল্পবয়সী মেয়েক প্রশিক্ষণ দেইনি।” সিরিয়ায় উম মোহাম্মদ আল-আমরিকি নামে পরিচিত ছিলেন অ্যাক্রেন। আইএসের যোদ্ধারা ইরাকের মসুল শহর দখল করার পর তিনি সেখানেও বসবাস করেছেন। তার দণ্ড ঘোষণার শুনানিতে তার কাছে প্রশিক্ষণ পাওয়া কয়েকজন নারী তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, একজন প্রত্যক্ষদর্শী স্বাক্ষী জানিয়েছেন যে মৌলবাদে তার দীক্ষা অনেক উঁচু স্তরের ছিল। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ও শপিং মলে হামলা চালানোর ব্যাপারে তারা আলোচনা করছিলেন বলেও স্বীকার করেছেন অ্যাক্রন। আদালতে পেশ করা নথি থেকে এটাও জানা গেছে যে তার দ্বিতীয় স্বামী আনসার আল শরিয়ার সদস্য ছিলেন। ২০১২ সালে এই জঙ্গি গোষ্ঠীটিই লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালিয়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ