Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঙ্কিপক্সে সহস্রাধিক শনাক্ত সিডিসি’র সতর্কবার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০১ এএম

মাংকিপক্সে শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র- সিডিসি জানিয়েছে, বিশ্বের ২৯টি দেশে শনাক্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই রোগে শনাক্ত আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সিডিসি। ঝুঁকি কম থাকলেও আক্রান্ত ব্যক্তিদের সাথে আপাতত ঘনিষ্ঠতা না বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। মাংকিপক্স থেকে বাঁচতে ভ্রমণকারীদের মাক্স ব্যবহারের পরামর্শ দিলেও পরবর্তীতে নির্দেশনাটি সরিয়ে নিয়েছে সিডিসি। মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোয় মাংকিপক্সের প্রাদুর্ভাব রয়েছে। সম্প্রতি উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে শনাক্ত হওয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যে ৩০২ জনের মাংকিপক্স শনাক্ত হয়েছে। এছাড়া স্পেনে ১৯৮, পতুর্গালে ১৫৩, এবং কানাডায় ৮০ জন। কেন এটি ছড়াচ্ছে তার কারণ খুঁজতে অনুসন্ধান শুরু করেছেন বিজ্ঞানীরা। নাম শুনে বানরের কথা মনে হলেও আসছে মাংকিপক্স ভাইরাসটির সাথে সম্পর্ক মূলত ইঁদুরের। ভাইরাসের প্রাকৃতিক আবাসভূমি পশ্চিম আফ্রিকা এবং রেইনফরেস্টে বাস করে এমন কেউ হয়তো আক্রান্ত ইঁদুরের সংক্রমণে এলে অসুখটি ছড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে হাজারো মানুষকে এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে। তবে আফ্রিকার বাইরে ইউরোপ, আমেরিকায় কিছু দিন আগে পর্যন্তও এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়নি। এখন যাদের মাংকিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে - তাও স্পষ্ট নয়। স্মলপক্সের মতোই উপসর্গ দেখা যায় মাংকিপক্স আক্রান্তদের মধ্যে। যদিও এই রোগের ভয়াবহতা স্মলপক্সের তুলনায় কম। উপসর্গগুলোর মধ্যে রয়েছে, জ্বর, মাথাব্যথা, পেশির ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি, কাঁপুনি। তবে সফতাহখানেকের মধ্যেই সুস্থ হয়ে যান আক্রান্ত ব্যক্তি। সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ