নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)’র অর্থায়নে দেশব্যাপী চলছে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি প্রকল্প। এই প্রকল্পের এক গুরুত্বপূর্ণ সভা গতকাল এনএসসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এনএসসি সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস বলেন, ‘তৃণমূল থেকে আমরা যাদের সংগ্রহ করেছি, তাদের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড়ারই হয়তো একদিন পাল্টে দিবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস। আজকের মুস্তাফিজ আবিষ্কার হয়েছে বিদ্যুৎহীন এক পরিবারে। এনএসসি’ও তৃণমূলে মেধাবী মুখ খুঁজে বেড়াচ্ছে। আমাদের বিশ্বাস এই কর্মসূচি থেকে আমরা নতুন দিনের ক্রীড়া তারকার সন্ধান পাবো।’ সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান সমন্বায়ক বাদল রায়, রোয়িং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদ নজরুল ইসলাম, সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল ও খো খো ফেডাশেনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুলসহ ৩১টি ফেডারেশনের প্রতিনিধিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।