Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ফোরকান হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৭:৫৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের পরিচালক মো. ফোরকান হোসেন নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (৭ জুন) তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়।

ফোরকান হোসেন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম ও মতিঝিল অফিস এবং প্রধান কার্যালয়ের কৃষিঋণ বিভাগ ও অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন।

ফোরকান হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পেশাগত ও ধর্মীয় কাজে তিনি ভারত, যুক্তরাজ্য, পোল্যান্ড, তুরস্ক ও সৌদি আরব সফর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ