Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলান ডার্বিতে জেতেনি কেউই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলের ইতিহাসের প্রাচীনতম দ্বৈরথগুলোর একটি। তবে ‘মিলান’ ডার্বির সেই ঐতিহ্য এখন টিকে আছে কেবল ইতিহাসের পাতায়। দু’দলের অবস্থাটাও এখন বেশ নাজুক। পরশু রাতে তাই অনেকটা নীরবেই সেরি আ’তে হয়ে গেল এক সময় ইউরোপ কাঁপানো এই মহারণ। ইন্টারের অবস্থা বর্তমান বেশ নাজুক হলেও চীরপ্রতিদ্ব›দ্বীর দেখায় ঠিকই জ্বলে উঠেছে তারা। অ্যারিনার সান সিরো স্টেডিয়ামে এবারের লড়াইয়ে দুই নগর প্রতিদ্ব›দ্বী এসি মিলান ও ইন্টার মিলানের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। নির্ধাররিত সময় পর্যন্তও ম্যাচের নায়ক হয়ে ছিলেন এসি মিলানের স্প্যানিশ মিডফিল্ডার সুসো। তার জোড়া গোলেই ২-১ ব্যধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পেরিসিকের করা ইনজুরি সময়ের গোলে স্বপ্নভঙ্গ হয় এসি মিলান সমর্থকদের। মাঠের লড়াই দু’দলের সমতার কথা বললেও যোগ্যতার বিচারে ইতালিয়ান লিগের শিরোপা দৌড়ে আজকাল অনেক পিছনের সারির দল ইন্টার মিলান। নিশ্চিত হারা ম্যাচে এক পয়েন্ট পেয়েও একসময়ের প্রতাপশালী দলটির অবস্থান টেবিলের ৯ নম্বরে! দ্বিতীয় স্থানে থাকা রোমার সমান ২৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে এসি মিলান। তাদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে জুভেন্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ