Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ স্কুলছাত্র

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের কলমারচরের দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহাদাৎ হোসেনের ছেলে স্কুলছাত্র শফিকুল ইসলাম সজিব। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি আছে। আহত স্কুলছাত্র সজিবের মা মুঞ্জুরা বেগম জানান, সজিব আঁটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। গত ৪/৫ দিন যাবৎ সে স্কুলে যায় না। এই কারণে সজিবের বাবা দক্ষিণ আফ্রিকা থেকে ছেলেকে মোবাইল ফোনের মাধ্যমে বকাঝকা করে। এতে সজিব অভিমান করে রোববার দিবাগত রাতে বাড়ি থেকে বের হয়ে রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানে নানার বাসায় যাচ্ছিল। পার্শ্ববর্তী গ্রাম সাভারের বাকুর্তা ইউনিয়নের সলমাসি এলাকায় পৌঁছলে এ সময় ২/৩ জন দুবর্ৃৃত্ত তাকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে সে চিৎকার দিলে আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সজিবকে এসিড নিক্ষেপের কারণ জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ স্কুলছাত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ