Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জামিন পেলেন এলডিপি মহাসচিব রেদোয়ান

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ২:৫৬ পিএম

পর পর দুইবার জামিন নামঞ্জুর হওয়ার পর অবশেষে জামিন পেলেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ।

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের ওপর গুলি করার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে দুদফা জামিন আবেদন করেও পাননি রেদোয়ান।

গত ৯ মে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও পৌর এলডিপি পালটাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করে। ছাত্রলীগ কর্মীরা রেদোয়ান আহমেদের গাড়িতে তরমুজ ছুড়লে রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। পরে তিনি থানায় আশ্রয় নিয়ে গ্রেফতার হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ