Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হাঙ্গেরিকে হারিয়ে ইতালির প্রথম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৫:৩৫ এএম

উয়েফা নেশন্স লিগের এবারের আসরে হাঙ্গেরিকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল রবের্তো মানচিনির দল ইত্যালি। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা।

ম্যাচে নিকোলো বারেল্লা ও লরেন্সো পেল্লেগ্রিনির গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জানলুকা মানচিনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় হাঙ্গেরি। সবশেষ সাত ম্যাচে ইতালির কেবল দ্বিতীয় জয় একটি; ড্র তিনটি, হার দুটি।

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার ৩০ মিনিটে বারেল্লার চমৎকার গোলে এগিয়ে যায় পরপর দুটি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালি। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ইন্টার মিলানের এই মিডফিল্ডারের ডান পায়ের জোরাল শটে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

বিরতির আগে দ্বিগুণ হয় ব্যবধান। খেলার ৪৫ মিনিটে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন পেল্লেগ্রিনি। প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে দলের একমাত্র গোলটিও করেছিলেন রোমার এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান কমানোর ভালো একটি সুযোগ পায় হাঙ্গেরি। কিন্তু সেটি ব্যর্থ করে দেয় দোন্নারুম্মা। ৬১তম মিনিটে মানচিনির ওই আত্মঘাতী গোল। খানিক আগে বদলি নামা আতিলা ফিওলার ডান দিক থেকে বাড়ানো নিচু ক্রস ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে বল পাঠান তিনি। গোলের জন্য হাঙ্গেরির ১২ শটের চারটি ছিল লক্ষ্যে। আর ইতালির ১৭ শটের ছয়টি লক্ষ্যে ছিল।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। তিন নম্বরে জার্মানির পয়েন্ট ২, ইংল্যান্ডের ১। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ইংল্যান্ডের মাঠে খেলবে ইতালি। ঘরের মাঠে জার্মানির বিপক্ষে খেলবে হাঙ্গেরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ