নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দল হেরে গেছে, কিন্তু সেই দলের একজনকে অভিনন্দন জানানো হচ্ছে ব্যক্তিগত মাইলফলকের জন্য। কেমন বিব্রতকর একটা অবস্থাই না হতো! সেই পরিস্থিতিতে পড়া থেকে রক্ষা করার জন্য সতীর্থদের ধন্যবাদ জানালেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন। গতপরশু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সনের দক্ষিণ কোরিয়া ২-০ গোলে হারায় চিলিকে। প্রথমার্ধে হোয়াং হি-চ্যানের গোলে এগিয়ে থাকা কোরিয়ানদের জয় নিশ্চিত হয় ম্যাচের শেষ সময়ে সনের দুর্দান্ত এক ফ্রি কিকে।
আগের ম্যাচেই ব্রাজিলের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল কোরিয়া। সেখান থেকে এত দ্রæত গুছিয়ে নিতে পারায় খানিকটা চমকে গেছেন সন নিজেও। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ শেষে স্থানীয় ইয়োনাব নিউজ এজেন্সিকে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকা বললেন, মাইলফলকের ম্যাচ জয়ে রাঙাতে পেরে তিনি উচ্ছ¡সিত, ‘আমার নিজের গোলের চেয়ে আমি সতীর্থদের কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা এতটা দুর্দান্ত মানসিকতা নিয়ে ম্যাচটি খেলেছেন। ব্রাজিলের বিপক্ষে আমরা যেভাবে হেরেছি, সেখান থেকে এত দ্রæত ঘুরে দাঁড়ানো সহজ নয় কখনোই। কিন্তু সবাই দারুণ মানসিক শক্তির পরিচয় দিয়েছে। শততম ম্যাচ জিততে পেরে আমি খুবই খুশি। দল হেরে যাওয়ার পর লোকে যদি আমাকে শততম ম্যাচের জন্য অভিনন্দন জানাত, খুব অস্বস্তিকর ব্যাপার হতো।’
টটেনহ্যাম হটস্পারের হয়ে এবার দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন সন। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ২৪টি। আরও ১০টি গোলে করেছেন সহায়তা। জাতীয় দলে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ গোলস্কোরার। ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার পর ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন সন। প্রায় এক যুগের গৌরবময় পথচলায় এই ম্যাচ দিয়ে প‚র্ণ হলো সেঞ্চুরি। এতটা সময় কীভাবে চলে গেল, বুঝে উঠতে পারেন না সন নিজেও, ‘সময় বয়ে গেছে এবং ফিরে তাকানোর ফুরসত খুব একটা পাইনি। একসময় ম্যাচ খেলার সেঞ্চুরি হবে, এই স্বপ্ন দেখতাম বটে। তবে বেশির ভাগ সময়ই চেয়েছি বর্তমানে থাকতে। নিজের চেয়ে বেশি এগিয়ে ভাবতে চাইনি।’
দক্ষিণ কোরিয়া এরপর শুক্রবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, চারদিন পর তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিসর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।