Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু আন্তঃ-বিশ্ববিদ্যালয় স্পোর্টস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০১ এএম

বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’-এই শ্লোগানে ১০৪টি সরকারী ও বেসরকারী বিশ^বিদ্যালয়ের অংশগ্রহনে আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু তৃতীয় আন্ত:বিশ^বিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এ আসরকে সামনে রেখে ইতোমধ্যে ২২ সদস্যের একটি শক্তিশালী সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির চেয়ারম্যান হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধলক্ষ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বৃহত এ আসরে ১২টি ডিসিপ্লিনে খেলা হবে। ডিসিপ্লিনগুলো হলো- ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, সাইক্লিং, টেবিল টেনিস, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, দাবা ও অ্যাথলেটিক্স। পুরুষ ও নারী বিভাগের প্রত্যেক ইভেন্টে সেরা তিনজনকে (১৪৪ জন) স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেওয়া হবে। এছাড়া সেরা ক্রীড়াবিদ নারী ও পুরুষের জন্যও থাকবে পুরস্কার। সাঁতার ডিসিপ্লিনে ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই ও ফ্রিস্টাইল রিলে ইভেন্ট এবং অ্যাথলেটিকস ডিসিপ্লিনে থাকবে ১১০ মিটার হার্ডলস, লংজাম্প, ম্যারাথন, ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার রিলে। গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের শেখ কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত মিডিয়া লঞ্চিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী রাসেল। এসময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এবং এনএসসি’র সচিব পরিমল সিংহ উপস্থিত ছিলেন।
৩ সেপ্টেম্বর হাতিরঝিলে ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধু আন্ত:বিশ^বিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ