Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আজ চট্টগ্রামে ১২টা পর্যন্ত দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দোকানপ্রতি বার্ষিক প্যাকেজ ভ্যাট ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করার প্রতিবাদে আজ (মঙ্গলবার) নগরীতে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ রেখে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল (সোমবার) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ ধর্মঘটের ডাক দেয়। তবে কাঁচাবাজার ও ওষুধের দোকান ধর্মঘটের বাইরে থাকবে বলে জানানো হয়।
লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ হোছাইন বলেন, বর্তমানে পাইকারি ও খুচরা ব্যবসায় চরম ধস নেমেছে। লোকসান দিয়ে ব্যবসা পরিচালনা করছেন দোকানিরা। এ অবস্থায় জোর করে দোকান মালিকদের ওপর চাপিয়ে দেয়া দ্বিগুণ ভ্যাট প্রত্যাহার এবং ক্ষুদ্র ও স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবিতে মেট্রোপলিটন এলাকায় এ কর্মসূচি দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম ককসি, তামাকুমÐী লেন বণিক সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ