মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জীবনযাত্রার ন্য‚নতম মান বজায় রাখতে আগামী ৬ মাসে শ্রীলঙ্কার নগদ অর্থের সংকটে থাকা সরকারের অন্তত ৫০০ কোটি ডলার লাগবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এর মধ্যে জ্বালানি আমদানিতেই লাগবে ৩৩০ কোটি ডলারের মতো, বলেছেন তিনি। “কেবলমাত্র অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, আমাদের পুরো অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে,” অন্তর্বর্তী বাজেট প্রণয়নে কাজ করা রনিল এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা। সোয়া দুই কোটি জনসংখ্যার দ্বীপদেশটি স্বাধীনতার পর গত ৭ দশকে আর কখনোই এত ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখেনি; বিদেশি মুদ্রার ঘাটতির কারণে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যও আমদানি করতে পারছে না। অর্থ মন্ত্রণালয়ের ভার নিজেই নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। পরিস্থিতি মোকাবেলায় আগের ঋণ পুনর্গঠনের চেষ্টার পাশাপাশি নতুন ঋণও খুঁজছে তারা। মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের মুখপাত্র জানিয়েছেন, সার কিনতে ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে ৫৫ লাখ ডলার ঋণ নেওয়ার প্রস্তাবে মন্ত্রিসভা সায় দিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।