Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬১ মার্কিনির ওপর রুশ নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৫ এএম

৬১ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই ঘোষণা দেওয়া হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ রাজনীতিক, জনপ্রতিনিধি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ৬১ জনের তালিকায় যুক্তরাষ্ট্রের একাধিক মন্ত্রী ছাড়াও দেশটির বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নাম রয়েছে। এছাড়া তালিকায় হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক কেট বেডিংফিল্ড এবং নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংসের নামও রয়েছে। এদিকে ইউক্রেনে যুদ্ধের ফলে সৃষ্ট সংকট সত্তে¡ও মস্কোতে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ না করার আহবান জানিয়েছে ওয়াশিংটন। মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন জে সুলিভান বলেছেন, রাশিয়ায় থাকা তার দেশের দূতাবাস বন্ধ করা উচিত হবে না। কেননা, বিশ্বের বৃহৎ দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র অবশ্যই আলাপ-আলোচনা চালিয়ে যাবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন জন জে সুলিভান। স¤প্রতি তার সঙ্গে কথা বলেছে রুশ সংবাদমাধ্যম তাস। আলাপকালে জন জে সুলিভান বলেন, ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই পরস্পরের সঙ্গে কথা বলার সক্ষমতা সংরক্ষণ করতে হবে।’ ওয়াশিংটন পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ