মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন আক্রমণের ঘটনায় বাড়তি নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আরও দুইটি ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করবে টোকিও। এছাড়া মস্কোর মিত্র বেলারুশেরও একটি ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এর আগে গত মে মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ দেশটির মোট ৬৩ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি ছাড়াও কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষাবিদদেরও নাম রয়েছে। মস্কোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য বক্তব্য’ দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।