Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ বিমান বাজেয়াপ্ত যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৫ এএম

রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের দুটি বিলাসবহুল জেট বিমান বাজেয়াপ্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৬০ মিলিয়ন ডলারের গাল্ফস্ট্রিম এবং ৩৫০ মিলিয়ন ডলারের একটি ব্যক্তিগত বিমান রয়েছে। সোমবার ওয়াশিংটন এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক গালফস্ট্রিম এবং ব্যক্তিগত বিমানটি জব্দ করার অনুমোদনের একটি ওয়ারেন্টে স্বাক্ষর করেছেন। কর্তৃপক্ষ বলেছে, বড় ধরনের কাস্টমাইজেশনের আগে বিমান দুটির দাম একশ মিলিয়ন ডলারেরও কম ছিল। অথচ এখন ৩৫০ মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমানটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জেট বিমান হিসেবে পরিচিত। রাশিয়ার অলিগার্ক ও অভিজাত শ্রেণি, ক্রেমলিনের কর্মকর্তা, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্যবসায়ী ও তাদের ইয়ট, বিমান এবং তাদের পরিচালনাকারী সংস্থাগুলোর উপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা এবং জরিমানা ঘোষণা করার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। তবে এ ব্যাপারে রোমান আব্রামোভিচের মুখপাত্র কোনো মন্তব্য করেননি। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ