Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে নতুন টাকার জাল নোট

কর্নাটক ও কলকাতায় দুই হাজার টাকার নোট জালিয়াতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভারতের বাজারে এসেছে নতুন নোট মাত্র কয়েক দিন হলো। আর এরমধ্যেই নতুন ২ হাজার টাকার নোটও জাল হতে শুরু করেছে। কয়েক দিন আগে কর্নাটকে এমন একটি ঘটনা ঘটেছিল। এবার কলকাতায় জাল নোট ধরা পড়েছে। তবে যেভাবে এতোদিন ৫শ’ ও এক হাজার টাকার নোট জাল করে বাজারে ছাড়ছিল চোরাকারবারীরা, এটা তেমন নয়। গত রোববার কলকাতায় যে জাল ২ হাজার টাকার নোট পাওয়া গেছে তা আসল নোটের জেরক্স কপি। সাদা কাগজে ২ হাজার টাকার নোটের কালার জেরক্স করে তা আসল নোট বলে চালাতে চেয়েছিলেন এক ব্যক্তি। তিনি জামশেদপুরের বাসিন্দা। জাল নোট চালানোর জন্য তাকে গ্রেফতার করেছে লেক থানার পুলিশ। গত ১২ নভেম্বর কর্নাটকের চিকমাগালুরের বাজারে এক কৃষককে নকল ২০০০ টাকার নোট দিয়ে চলে গিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। পরে ওই কৃষক বুঝতে পারেন নোটটি জাল। তিনি পুলিশকে বিষয়টি জানান। যদিও ওই যুবককে পরে আর ধরা যায়নি।
এই দিন লেক থানা এলাকায় ঢাকুরিয়ার পঞ্চাননতলা থেকে পুলিশ যাকে গ্রেফতার করেছে, তার নাম বালাজিশঙ্কর সরকার। জামশেদপুরের বাসিন্দা বালাজি চলতি বছরের মে মাস থেকে ওই এলাকারই একটি গেস্ট হাউসে থাকছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বালাজি ছোটখাটো কম্পিউটার প্রোগ্রামিংয়ের ব্যবসা করেন। মাঝেমধ্যেই তিনি জামশেদপুর থেকে কলকাতায় এসে ওই গেস্ট হাউসে উঠতেন। কিছু দিন ব্যবসার কাজ করে জামশেদপুর ফিরে যেতেন।জানা গিয়েছে, ঢাকুরিয়ার ওই গেস্ট হাউসটির কাছে একটি পানের দোকান থেকে প্রায়ই জিনিসপত্র কিনতেন বালাজি। দোকান মালিক রবি কয়ালের সঙ্গে নতুন ও পুরনো টাকা নিয়ে আলোচনার সূত্রে তিনি জানতে পারেন, রবির কাছে বেশ কিছু পুরনো ১ হাজার টাকার নোট রয়ে গিয়েছে। কাজের চাপে এবং ব্যাংকের লাইনের জন্য তিনি ওই পুরনো নোটগুলো জমা দিতে পারেননি। পুলিশের অনুমান, এই সুযোগটাই কাজে লাগান বালাজি। পুলিশ জানিয়েছে, বালাজি প্রথমে কম্পিউটারে নতুন ২ হাজার টাকার নোটের কালার জেরক্স করে নেন। সেটি দেখতে হয় হুবহু আসল নোটের মতো। শুধু তফাৎ হয় কাগজের ধরনে। কিন্তু রবি যেহেতু আগে ২ হাজার টাকার নোট দেখেননি তাই তাকে যখন নকল নোট দেওয়া হয় তিনি সন্দেহ করেননি। ওই নোটের বদলে রবি বালাজির হাতে দু’টি ১ হাজার টাকার নোট তুলে দেন।
পুলিশ সূত্রের খবর, রোববার সকালে বালাজির কাছ থেকে ২ হাজার টাকার নকল নোট নিয়ে রবি আর এক দোকানদারের কাছে মালপত্র কিনতে যান। সেই দোকানদার রবিকে নোটটি জাল বলে ফেরত পাঠিয়ে দেন। এর পরেই রবি লেক থানায় গিয়ে নোটটি জমা দিয়ে পুলিশকে সব খুলে বলেন। বালাজির গেস্ট হাউসের হদিসও দেন। পুলিশ সেখানে হানা দিয়ে বালাজিকে গ্রেফতার করে। এই ঘটনায় তার সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কিনা, তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ। ওয়েবসাইট, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ