মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর্জেন্টিনা ও চিলির সীমান্তে ৬ দশমিক ৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল আর্জেন্টিনা হলেও এর প্রভাবে প্রতিবেশী চিলির রাজধানী সান্তিয়াগো কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে উভয় দেশে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। চিলির নৌবাহিনী জানিয়েছে, সুনামির আশঙ্কা নেই। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে। আর্জেন্টিনার সান জুয়ান শহর থেকে ১২ কিলোমিটার ও চিলির সান্তিয়াগো থেকে ২৬৭ কিলোমিটার দূরে ভূকম্পনের কেন্দ্র। প্রথম দিকে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৬ দশমিক ৭ বলা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) নিশ্চিত করে, এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। চিলির রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশ্বের সবচেয়ে বড় কপার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোডেলকো জানিয়েছে, তাদের কোনো কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়নি। কোডেলকোর অ্যানডিনা ও এল টেনিয়েন্ট খনি দুটি চিলির মধ্যাঞ্চলে অবস্থিত, যা ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে। চিলি একটি ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১০ সালে দেশটিতে রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়, যা থেকে সুনামি হয়। এতে মারা যায় প্রায় ৫০০ মানুষ। ভূমিকম্পপ্রবণ হওয়ায় চিলিতে ভবন নির্মাণের আইন কঠোরভাবে মানা হয় এবং তা তদারকি করা হয়। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।