Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে পাকিস্তানের গোলায় ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড টুইটবার্তায় জানায়, পাক বাহিনীর গুলির জবাব দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও উপযুক্ত জবাব দেয়া হবে। এ নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লংঘন হল। এর আগে শনিবার রাজৌরির নওশেরা ও সুন্দারবানি এলাকার নিয়ন্ত্রণরেখায় ভারতের তল্লাশি চৌকি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মর্টার ও ছোট ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তানি সেনারা। এতে বিএসএফের এক সদস্য নিহত ও বেসামরিক এক নারী আহত হন। আর পাক গোলায় দুটি বাড়ি ধ্বংস হয়ে যায়। এছাড়া গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা জম্মুর পালানওয়ালা সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় তল্লাশি চৌকি ও বেসামরিক এলাকায় হামলা চালায়। গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখ-ে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এরপর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৮৬ বার গোলাগুলির ঘটনা ঘটে। এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ