Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড ‘বাদশা’র জন্য প্রার্থনা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:১২ এএম

কোভিডে আক্রান্ত বলিউড কিং শাহরুখ খানের সুস্থতা কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিং খান পজিটিভ এ খবর জেনেই তার উদ্দেশ্যে মমতা টুইট করেন। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘জানতে পারলাম আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান করোনায় আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুত সুস্থতা কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠ শাহরুখ। দ্রুত আবার কাজে ফিরে এসো।’
জানা গেছে, শুধু বুলউড বাদশা একা নন, পজিটিভ অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। সম্প্রতি বলিউডের একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। আর এবার কোভিডের হানা মান্নাতে। একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়াকে করণ জোহারের ৫০তম জন্মদিনের পার্টিকেই দায়ী করছেন অনুরাগীরা।
নেটিজেনদের কথায়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, করণ জোহরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাহলে কি করণ জোহরের পার্টিই হয়ে উঠল টিনসেল টাউনের করোনার সুপার স্প্রেডার? সূত্র : ইন্ডিয়া টুডে. টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ