Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

হোয়াইট হাউসেই থাকবেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন? হোয়াইট হাউস নাকি ট্রাম্প টাওয়ার? কোথায় থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সেই জল্পনার অবসান ঘটিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট শেষ পর্যন্ত হোয়াইট হাউসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো খবরটি নিশ্চিত করেছে। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল বিলাসী জীবনযাপন ছেড়ে তিনি হোয়াইট হাউসে আসবেন কিনা। আর তার সঙ্গে পরিবারের আর কোন সদস্যরাই বা আসবেন! তার নির্বাচিত হওয়ার পরপর বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানায়, ট্রাম্প হোয়াইট হাউসে সার্বক্ষণিকভাবে না থেকে, তার ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট ও হোয়াইট হাউসে ভাগাভাগি করে থাকবেন বলে ভাবছেন। আর এ নিয়ে তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনাও করেছেন। তবে রবিবার পলিটিকোর খবরে বলা হয়েছে, স্ত্রী মেলানিয়া এবং  ১০ বছর বয়সী সন্তান ব্যারনকে নিয়ে হোয়াইট হাউসেই থাকবেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, ট্রাম্প তার সময়কে ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের মধ্যে ভাগ করে নিতে পারেন। সংবাদমাধ্যমটিকে ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর তিনি ‘অবাক’ হয়েছেন। এখন ২৪ ক্যারট সোনায় মোড়ানো বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে ট্রাম্প সপ্তাহে ক’দিন হোয়াইট হাউসে অবস্থান করবেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে কোথায় থাকবেন, রবিবার সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নিজের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়েছেন তিনি।  বিবিসি, রয়টার্স।     



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ