Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবন আরও দুর্দশাগ্রস্ত করবে : জেএসডি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ৫:২২ পিএম

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গ্যাসের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। সোমবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে বাসার রান্নার খরচ বাড়ার সাথে সাথে সার কারখানা ও শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে। বাসায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসে খরচ বাড়বে প্রায় ৪৩ শতাংশ। নতুন করে দাম বৃদ্ধিতে নানা সংকটে বিপর্যস্ত জনজীবনকে আরও দুর্দশাগ্রস্ত করে ফেলবে ।

নেতারা বলেন, গ্যাস খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন হতো না। সরকার জনগণের স্বার্থ না দেখে অযৌক্তিক ও লুণ্ঠনমূলক প্রক্রিয়াকেই সুরক্ষা দিয়েছে; যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা।

 



 

Show all comments
  • নিজাম ৬ জুন, ২০২২, ৭:০৩ পিএম says : 0
    সত্যি কথা বলেছেন কিন্তু কোন লাভ হবে কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসডি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ