Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোশাক শিল্পে বড় ধাক্কা

সামগ্রিক রফতানিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে রফতানির অপেক্ষায় থাকা বিপুল পরিমাণ তৈরি পোশাক পুড়ে যাওয়ায় এবং অনেক মানুষের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে জানিয়েছেন পোশাক শিল্পমালিকরা। সাভারের রানা প্লাজা, তাজরীন গার্মেন্টসের পর বাংলাদেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে এটা বড় ধাক্কা বলে মনে করছেন তারা। তাদের ভাষ্য, এর ফলে ক্রেতারা হতাশ ও ক্ষুব্ধ হবেন, অর্ডার কমিয়ে দেবেন। বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে অন্য দেশে চলে যাবেন। সবমিলিয়ে সামগ্রিক রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে।

কনটেইনার ডিপোতে আগুনে পোশাক শিল্পের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহীদউল্লাহ আজিম বলেন, সবমিলিয়ে মোট কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন সঠিকভাবে বলা যাবে না। আমরা বিজিএমইর সকল সদস্যকে চিঠি দিয়েছি, জানতে চেয়েছি, কার কত ক্ষতি হয়েছে। সে সব তথ্য পাওয়া গেলে বলা যাবে মোট কী পরিমাণ ক্ষতি হয়েছে।
তিনি বলেন, তবে আমাদের পোশাক মালিকরা কিন্তু কনটেইনার ভর্তি সব পোশাক ডিপো কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছিল। যুক্তি অনুযায়ী, ডিপোতে পণ্য বুঝিয়ে দেয়ার পর সেই পণ্যের সব দায়-দায়িত্ব ডিপো কর্তৃপক্ষের। তাই ডিপোতে আগুনের ঘটনায় যে ক্ষতি, তার সকল দায় ডিপো কর্তৃপক্ষকে বহন করতে হবে।

শহীদউল্লাহ আজিম বলেন, আমাদের পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি হয়ে গেলো। এমনিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের শিল্পে। মে মাসে নয় মাসের মধ্যে সবচেয়ে কম রফতানি আয় দেশে এসেছে। যুদ্ধের কারণে আমাদের পোশাকের প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। সে কারণে এখন সেখানকার মানুষদের খাদ্যের জন্য বেশি খরচ করতে হচ্ছে। বাধ্য হয়ে তারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। যার প্রভাব পড়েছে রফতানি আয়ে।
এই ব্যবসায়ী নেতা বলেন, এই ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনেক মানুষ মারা যাওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে। সাভারের রানা প্লাজা, গার্মেন্টসের পর বাংলাদেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে আরেকটি বড় ধাক্কা লাগলো। এর ফলে ক্রেতারা হতাশ ও ক্ষুব্ধ হবেন। অর্ডার কমিয়ে দেবে। বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে অন্য দেশে চলে যাবে। সবমিলিয়ে সামগ্রিক রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে। আমরা পোশাক শিল্প মালিকরা এ ঘটনায় উদ্বিগ্ন।

বিজিএমইএ সহসভাপতি বলেন, রানা প্লাজা, তাজরীন গার্মেন্টসে দুর্ঘটনার পর আমরা আমাদের পোশাক শিল্পের অনেক উন্নতি করেছিলাম। প্রচুর বিনিয়োগ করে কারখানাগুলোর মান উন্নতি করেছিলাম। বায়াররা খুব খুশি হয়েছিলেন। প্রচুর অর্ডার দিচ্ছিলেন। দামও আগের চেয়ে বেশি পাচ্ছিলাম। সবমিলিয়ে পোশাক শিল্পে সুবাতাস বইতেছিল। কিন্তু এই ভয়াবহ আগুনের ঘটনা সব ওলোটপালট করে দিল। আমাদের অনেক ক্ষতি হলো।
বিজিএমইএর মুখপাত্র ও পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আগুনে সবচেয়ে বেশি পুড়েছে সুইডেনভিত্তিক তৈরি পোশাকের খুচরা বিক্রেতা ব্র্যান্ড হ্যানস অ্যান্ড মৌরিটজ (এইচঅ্যান্ডএম) এর পোশাক। অর্থাৎ আমাদের পোশাক মালিকদের কাছ থেকে এইচঅ্যান্ডএম অর্ডার দিয়ে পোশাক কিনেছিল। আমাদের মালিকরা সব বুঝে দিয়ে রফতানির জন্য ওই ডিপোতে রেখেছিল। অন্য কোম্পানির কেনা পোশাকও ছিল ডিপোতে। তবে বেশিরভাগ পোশাক ছিল এইচঅ্যান্ডএমের।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বড় ধরনের প্রভাব পড়েছে দেশের রফতানি আয়ে। সদ্য সমাপ্ত মে মাসে বিভিন্ন পণ্য রফতানি করে ৩৮৩ কোটি (৩ দশকি ৮৩ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ। এই আয় গত ৯ মাসের মধ্যে সবচেয়ে কম। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম ১ দশমিক ৬৪ শতাংশ। আগের মাস এপ্রিলের চেয়ে কম এসেছে ১৯ দশমিক ১৭ শতাংশ।

মে মাসে লক্ষ্যমাত্রা ধরা ছিল ৩৮৩ কোটি ডলার। এপ্রিলে আয় হয়েছিল ৪৭৩ কোটি ৮৬ কোটি ডলার। গত বছরের মে মাসে আয় হয়েছিল ৩১০ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের আগস্টে পণ্য রফতানি থেকে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ। এর পর থেকে প্রতি মাসেই ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলারের বেশি রফতানি দেশে এসেছে। সবচেয়ে বেশি এসেছিল গত বছরের ডিসেম্বরে, ৪৯০ কোটি ৭৭ লাখ ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোশাক শিল্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ