Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈরি পোশাক শিল্প খাত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০০ এএম

তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত শ্রমিকসহ দেশের স্বল্প আয়ের মানুষদের মাঝে ডিজিটাল ঋণ সুবিধা প্রদান করার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড এবং সুইচকন্ট্যাক্ট বাংলাদেশ একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগ ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশনের চলমান
প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। মেটলাইফ ফাউন্ডেশন ও সুইচকন্ট্যাক্ট ‘সারথী -আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উনড়বতি’ প্রকল্পটি অর্থায়ন করেছে। এর আওতায় তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত শ্রমিক ও আবাসিক কম্যুনিটির সদস্যদের মূলধারার বাণ্যিজিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা এবং তাদের ব্যাংক একাউন্ট খোলা ও লেনদেন করার সুবিধা দেয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাইম ব্যাংক ও সুইচকন্ট্যাক্ট বাংলাদেশ এর এই পার্টনারশিপের উদ্দেশ্য হচ্ছে যৌথভাবে দেশের স্বল্প আয়ের মানুষদের জন্য ডিজিটাল ঋণ প্রদান পরিষেবার প্ল্যাটফর্ম তৈরি করা। এক্ষেত্রে প্রাইম ব্যাংক এর ঋণ প্রোডাক্টসমূহ ও নি¤ড়ব আয়ের মানুষদের জন্য সারথীর আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো হবে। উভয় প্রতিষ্ঠানই পারস্পরিক সুবিধা ও সহযোগিতা প্রদানের ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৈরি পোশাক শিল্প খাতে

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ