মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিমানে করেই ভূমধ্যসাগরীয় দ্বীপ মেনোরকায় সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন লরা সিম্পসন নামে এক মহিলা। কিন্তু গন্তব্যে পৌঁছেই মহিলা দেখেন তার একটি ব্যাগ নেই। সঙ্গে সঙ্গে তিনি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা কোনও সদুত্তর দিতে পারেনি।
সেই ঘটনার ঠিক দু’দিন পরই একটি অনলাইন নিউজ পোর্টালে একটি প্রতিবেদন পড়ার সময় লরা সিম্পসন আরও বেশ কয়েকটি ব্যাগের ভিড়ে তার ব্যাগটিকে দেখতে পান। কিন্তু ততক্ষণে সেই ব্যাগ মেনোরকা দ্বীপ থেকে ২১ হাজার কিলোমিটার দূরে ব্রিটেনের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরের সামনে পৌঁছে গিয়েছিল।
তৎক্ষণাৎ লরা বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাদের বিষয়টি জানান। বিমান সংস্থা তাকে জানিয়ে দেন, তার ব্যাগ ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মহিলার দাবি, তিনি কোনও ব্যাগ পাননি।
লরা জানিয়েছেন, ব্যাগের মধ্যে হাঁপানির ওষুধ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সাত দিনের ছুটিতে ছ’দিন কাটিয়ে দেওয়ার পরও সেই ব্যাগ হাতে পাননি লরা। শেষমেশ ব্যাগ ছাড়াই বাড়ি ফিরতে হয় তাদের। সূত্র : পিপা নিউজ, ইন্ডিয়া টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।