Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোষ্যকে পেল ৩০ বছর পর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০২ এএম

হারিয়ে যাওয়ার ৩০ বছর পর পোষ্যের খোঁজ পেল এক পরিবার। ভাবছেন, আদৌ কি সে জীবিত আছে? অবশ্যই বেঁচে আছে। এ পোষ্য কোনও কুকুর কিংবা বিড়াল নয়, এটি একটি কচ্ছপ। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
জানা গেছে, এক পরিবার ১৯৮২ সালে হারিয়ে ফেলে তাদের পোষ্য কচ্ছপ ম্যানুয়েলাকে। ঘরে তখন মেরামতের কাজ চলছিল। সেই সময়ই দরজা খোলা পেয়ে বেরিয়ে যায় কচ্ছপটি। এমনটাই অনুমান করেছিলেন বাড়ির সকলে।
প্রায় ৩০ বছর পর গৃহকর্তা লিয়োনেল মারা গেলে সন্তানেরা বাড়িতে আসেন। তারপরই তারা দেখেন, চিলেকোঠায় জমানো ছিল অনেক হাবিজাবি জিনিসপত্র। তাদের বাবা মনে করতেন, তিনি সব কিছুই ঠিক করতে পারেন। আর তাই বাড়িতে জমা ছিল বৈদ্যুতিক যন্ত্রপাতির স্তূপ।
সেসব পুরোনো জিনিসপত্র ঘাঁটাঘাটি করার সময় দেখা যায়, একটি টেপ রেকর্ডারের পাশ থেকে উঁকি মারে তাদের হারিয়ে যাওয়া পোষ্য ম্যানুয়েলা। শুধু তা-ই নয়, পোষ্যের স্বাস্থ্য পরীক্ষা করার সময়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাদের পোষ্যটি আদতে পুরুষ। তাই নতুন নামকরণ করা হয় তার। ম্যানুয়েলা নয়, কচ্ছপটির নতুন নাম এখন ম্যানুয়েল।
তবে এই দীর্ঘ সময় কী করে বেঁচে আছে ম্যানুয়েল, তা ভেবেই হতবাক পরিবার। তারা মনে করছেন, পোকামাকড় খেয়েই দিব্যি আছে ম্যানুয়েল। পুরনো বন্ধুকে ফিরে পেয়ে পরিবারে খুশির আমেজ। একটি কচ্ছপের আয়ু সাধারণত ২৫৫ বছর। পানি ও খাবার ছাড়াই দিব্যি তিন বছর কাটিয়ে দিতে পারে এই প্রাণী। সূত্র : মিরর ইউকে, দ্য সান ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ