বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের টিভি রুমে ধুমপানে বাঁধা দেয়ায় সাংবাদিককে মারধর ও পেশাগত কাজে বাঁধা দেয়ায় ৩ দফা দাবি নিয়ে প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। রোববার (৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মৌণ-মিছিলের মাধ্যমে শুরু হয় অবস্থান কর্মসূচি।
পারে বেলা সাড়ে ১১ টায় ভিসির বাসভব বেলা সাড়ে ১২ টায় প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন তারা।
এ সংবাদ লেখা পর্যন্ত সেখানেই অবস্থানরত আছেন তারা।
আন্দোলনরত সাংবাদিকরা বলছেন, সাংবাদিক শাহাবুদ্দিনকে মারধরের পরপরই উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নিয়ে ৩ দফা দাবি জানিয়েছিল। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত গিয়াসউদ্দিন কাজলকে প্রাথমিকভাবে হল থেকে বহিষ্কার করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ৭২ ঘন্টা সময় দেয়। কিন্তু শত ঘন্টা পেরিয়ে গেলেও তদন্ত কমিটি কাজই শুরু করতে পারে নি। ফলে তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
দাবির বিষয়ে তারা বলছেন, অভিযুক্ত কাজলকে বহিষ্কার করা হলেও তিনি এখনো হলেই অবস্থান করছেন। দ্রুততম সময়ের মধ্যে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি মারধরের ঘটনায় দায়িত্বে অবহেলা ও শত ঘন্টা পেরিয়ে গেলেও তদন্ত শুরু করতে না পারায় মাদার বখস হলের প্রাধ্যক্ষ ড. মো. শামীমের অবহ্যতি চাইছে তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন হলে সিট বাণিজ্য, শিক্ষার্থী নির্যাতন, আবাসিক শিক্ষার্থীদের হল থেকে নামিয়ে দেয়ার ঘটনা গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থানের বিষয়ে স্পষ্ট জবাব চাইছে আন্দোলনকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।