Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাউফের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন শিয়াওতেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৫:৩৩ এএম

শনিবার রোলাঁ গাঁরোয়া নারী এককের ফাইনালে ১৮ বছর বয়সী প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। ৬-১, ৬-৩ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরেন শিয়াওতেক। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। প্রথমটিও এই ফরাসি ওপেনেই, জিতেছিলেন ২০২০ সালে।

এবারের ফরাসি ওপেনে গাউফের যাত্রাটা যেন ছিল অসাধারণের চেয়েও বেশি কিছু। আগের কোনো গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার-ফাইনালে না ওঠা যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় এখানে কোনো সেট না হেরেই উঠে যান ফাইনালে।

কিন্তু শিরোপা লড়াইয়ের মঞ্চে হয়তো স্নাযুচাপ পেয়ে বসে তাকে। সঙ্গে প্রতিপক্ষের গতি ও নিখুঁত পারফরম্যান্স তো ছিলই। সব মিলিয়ে এলোমেলো শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি গাউফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ