মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফেসবুকের মাদার কোম্পানি মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন শেরিল স্যান্ডবার্গ। গত বৃহস্পতিবার তিনি এক ফেসবুক পোস্টে তার ১৪ বছরের দীর্ঘ কর্মস্থলকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন থেকে আয় কমার পাশাপাশি টিকটকের মতো প্ল্যাটফর্মের তীব্র প্রতিযোগিতার মুখে মেটা। নাজুক এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিলেন শেরিল। প্রযুক্তি ক্ষেত্রে নারীদের মধ্যে শেরিল স্যান্ডবার্গের অবস্থান প্রথমসারিতে। টাইম ম্যাগাজিনে একাধিক বছর তিনি বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছেন।
মার্ক জাকারবার্গের পর মেটার সবচেয়ে ক্ষমতাবান কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়েছেন শেরিল স্যান্ডবার্গ। স্যান্ডবার্গের অনুপস্থিতিতে মেটার বর্তমান ‘চিফ গ্রোথ অফিসার (সিজিও)’ হাভিয়ের অলিভান সিওও-এর দায়িত্ব নেবেন।
এদিকে শেরিল স্যান্ডবার্গের মেটা ছেড়ে চলে যাওয়ার ঘোষণায় শেয়ার বাজারে মেটা শেয়ারের দাম ৪ শতাংশ কমেছে। সূত্র : সিএনএন, বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।