Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিকের পরকীয়া, অসুস্থ হয়ে হাসপাতালে শাকিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ৪:৪৫ পিএম

বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জুটি বার্সেলোনার স্প্যানিশ তারকা জেরার্ড পিকে এবং পপসম্রাজ্ঞী শাকিরা। তবে তাদের সম্পর্ক এখন আর মধুর নয়, বেশ কয়েদিন ধরেই দু’জনে এখন দুই ভূবনের বাসিন্দা। পিকে-শাকিরার সম্পর্কে শুধু ফাটল ধরেছে তা নয়, পিকের পরকীয়া ধরা পড়ার পর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শাকিরা।

বিয়ে না করলেও ১২ বছর ধরে তারা প্রেম করছেন, তারা থাকছেন একই ছাদে নিচে। তাদের এ সম্পর্কে দুটি সন্তানও রয়েছে। তবে শাকিরাকে রেখে অন্য এক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পিকে। যা কি-না শাকিরার কাছে ধরাও পড়েছেন। জীবনসঙ্গী এমন বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন শাকিরা।

স্প্যানিশ মিডিয়ায় বলা হচ্ছ, গত শনিবার অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিরা। মানসিক চাপ সামলাতে না পারায় ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছিল তার। ফলে শাকিরাকে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিতে হয়েছিল। বার্সেলোনার টেকনোন ক্লিনিকে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা সংবাদ মাধ্যমে কোন তথ্য জানাননি।

সংবাদ মাধ্যমগুলো জানায়, অ্যাম্বুল্যান্সে উঠার সময় শাকিরা কাঁদছিলেন। পরে তাকে বার্সেলোনার টেকনোন ক্লিনিকে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় পিকের মা নিদিয়া দেল কারমেন ভিন্ন গাড়িতে করে অ্যাম্বুলেন্সকে অনুসরণ করেন।

গত এক সপ্তাহ ধরে শাকিরা ও পিকে আলাদা থাকছেন। ওই ঘটনার পর পিকে-কে বাসা থেকে বের করে দিয়েছেন শাকিরা। পিকের ঠিকানা এখন বন্ধু-বান্ধবের বাসাবাড়ি। শাকিরা অসুস্থ হয়ে পড়লেও ব্যাচেলর জীবনে ক্লাব সতীর্থ রিকে পুচ ও বন্ধু-বান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন বলেও সংবাদ মাধ্যমগুলো বলা হচ্ছে।

উল্লেখ্য’ ২০১১ সাল থেকে পিকের সঙ্গে সম্পর্ক শাকিরার। এর আগে ২০১০ বিশ্বকাপের সময় পিকে এবং শাকিরার দেখা হয়। এরপর থেকেই তাদের প্রেম পর্ব শুরু হয়। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে। তবে তারা এখনো বিয়ে করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ