Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে ১২১ বছরে জন্ম হার কমার নতুন রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১১:৩৫ এএম

জাপানে জন্ম হার কমার ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে ১৮৯৯ সালের পর এটাই সর্বনিম্ন জন্মহার। শুক্রবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ চিত্র দেখা যায়। ২০২১ সালে জাপানে আট লাখ ১১ হাজার ৬০৪ শিশুর জন্ম হয়েছিল।

ওই বছর দেশটিতে মারা গেছে ১৪ লাখ ৩৯ হাজার ৮০৯ জন। জন্ম ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় দেশটিতে মানুষ কমেছে ছয় লাখ ২৮ হাজার ২০৫ জন।
জাপানি নারীদের সারাজীবনে জন্ম নেওয়া শিশুদের গড় সংখ্যা ১ দশমিক ৩- এ নেমে এসেছে। টানা ছয় বছর জনসংখ্যার মোট উর্বরতার হার এই সংখ্যাতেই অবস্থান করছে।
পৃথিবীর সবচেয়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা জাপানেই বেশি। সেই হিসেবে দেশটিতে প্রজন্মগত ব্যবধান বাড়ছে। গত বছর জাপানে বিয়ের হারও কমেছে। ২০২১ সালে দেশটিতে পাঁচ লাখ এক হাজার ১১৬টি বিয়ে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে এটাই সবচেয়ে কম বিয়ের সংখ্যা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ