Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেমফিসের জোড়া গোলে বেলজিয়ামকে হারালো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ৯:৪৩ এএম

ম্যাচের শুরুতেই দুর্ভাগ্য বেলজিয়ামের। শুরুর দিকে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোমেলু লুকাকু। দলটির দুটি প্রচেষ্টা প্রতিহত হলো পোস্ট আর ক্রসবারে। দাপুটে পারফরম্যান্সে বড় জয়ে নেশন্স লিগে শুভসূচনা করল নেদারল্যান্ডস।

বেলজিয়ামের ব্রাসেলসে শুক্রবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে নেদারল্যান্ডস।

ডাচদের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড মেমফিস ডিপাই। তাদের অন্য দুই গোলদাতা স্টেভেন বেরহুইয়ান ও ডেনজেল ডামফ্রিস। শেষ দিকে ব্যবধান কমান বেলজিয়ামের মিচি বাতসুয়াই।

গত আসরে সেমি-ফাইনালে ফ্রান্সের কাছে হারা বেলজিয়াম ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত। লেস্টার সিটির ডিফেন্ডার টিমোথি কাস্তাগনের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ