Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেক্সান্ডার জেভেরেভের চোটে, ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ১১:০১ পিএম

টানটান উত্তেজনার ম্যাচে প্রথম সেটের পর দ্বিতীয় সেটও চলছিল একইভাবে। তুমুল লড়াইয় তিন ঘণ্টা পেরিয়ে গেছে বেশ আগেই। ১২তম গেমে চলছিল তুমুল লড়াই। এমন সময় রাফায়েল নাদালের একটি শট ফেরাতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে চিৎকার করে উঠলেন আলেক্সান্ডার জেভেরেভ।

ব্যথায় মাঠেই কাতরাচ্ছিলেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন তিনি, চেষ্টা করলেন দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়াতে। পারলেন না। শেষ পর্যন্ত হুইল চেয়ারে বসে বিদায় নিলেন জার্মান তারকা জেভেরেভ।

রোলাঁ গাঁরোয় শুক্রবার সেমি-ফাইনালের ম্যাচটি দুর্দান্ত এক লড়াইয়ের আভাস দিয়ে শেষ হয়ে আগেভাগেই। স্প্যানিশ তারকা নাদাল ফরাসি ওপেনের ফাইনালে উঠলেও সেমি-ফাইনাল জয়ের তৃপ্তি পেলেন না।


প্রতিপক্ষের এভাবে কোর্ট ছাড়তে হওয়ার ধাক্কা যে তাকেও লেগেছিল ভালোভাবেই, সেটা তার চোখেমুখে ছিল স্পষ্ট। প্রথম সেট ৭-৬ (১০-৮) এ নাদালের জয়ের পর দ্বিতীয় সেটে তখন ছিল ৬-৬ সমতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ